মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রিটেনে মানুষের মল দিয়ে চলছে বাস

মানুষের বর্জ্য বা মল দিয়ে চলাচল শুরু হল ব্রিটেনে। ওই সমস্ত বর্জ্য ছাড়াও উচ্ছিষ্ট খাদ্য থেকে এনার্জি সংস্করণ করে চলছে এই ‘বায়োবাস’। প্রথম ধাপে ব্রিস্টল থেকে বাথ পর্যন্ত এই বাস চলছে। পরে অন্যান্য কয়েকটি রুটেও চলাচল করবে। পরিবেশবান্ধব এই বাসটি এক ট্যাঙ্ক ‘বায়োগ্যাস’ (মানুষের বর্জ্য থেকে তৈরি) দিয়ে ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।
৫ জন মানুষের সারা বছরের বর্জ্য থেকে এরকম এক ট্যাঙ্ক গ্যাস পাওয়া সম্ভব। বাথ বাস কোম্পানি এই বাসের চালানোর দায়িত্ব নিয়েছে। আর মানুষের বর্জ্য থেকে গ্যাস তৈরি করছে জেনইকো কোম্পানি। ওই বাস কম্পানির মুখপাত্র কলিন ফীল্ড বলেছেন, উপযুক্ত সময়ে বায়োবাসটি যাত্রা শুরু করেছে। তিনি আরও বলেছেন, আগামী বছরের মধ্যেই ইউরোপের সবুজ রাজধানী হবে ব্রিস্টল।

Spread the love