শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্লাস্টের উদ্যোগে পারিবারিক ও নারি সহিংসতা প্রতিরোধ বিষয়ক ফোরাম গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : ব্লাস্ট দিনাজপুর ইউনিটের ইফেকটিভ পার্টিসিপেশন ফর ট্রান্সপারেন্ট এন্ড একাউন্টেবল লোকাল গার্ভানেন্স প্রকল্পের আওতায় গত ৮ ডিসেম্বর রবিবার সকালে সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষধ ভবনে পারিবারিক সহিংসতা (প্রতিরোধও সুরক্ষা) আইন ’২০১০ বিষয়ে ফোকস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়। অনুষ্টানে ফ্যাসিলিটেট করেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাডঃ সিরাজুম মুনিরা। ওই দিনেই বিকেলে রাজিয়া কিন্ডারগার্ডেন স্কুলে বালল বিবাহ ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে আরেকটি  ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ফ্যাসিলিটেট করেন ব্লাস্ট সমন্বয়কারী এ্যাডঃ সিরাজুম মুনিরা। উক্ত দুটি সভা পরিচালনা করেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের ইপিটিএএলজি প্রকল্পের স্টাফ ‘ল’ ইয়ার এ্যাডঃ রাবেয়া ফেরদৌস (রুশি)।