
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী বলেছেন, ব্লাস্ট দিনাজপুর ইউনিট বৃহত্তর দিনাজপুর জেলার দরিদ্র, অসহায়, সুবিধা বঞ্চিত বিচার প্রার্থীদের দীর্ঘদিন যাবত বিনামূল্যে আইন সহায়তা প্রদান করে আসছে। ব্লাস্টের কার্যক্রমের পাশাপাশি কাহারোল উপজেলার বিচারপ্রার্থী, দরিদ্র জনগোষ্ঠীর সরকারী আইনগত সহায়তার আওতায় আইন সহায়তা পাওয়ার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে।
গতকাল সোমাবার বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিট আয়োজিত এসইউপিকের সহযোগিতায় কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে উপজেলা লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা প্রদান কার্যক্রমঃ বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কাহারোল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা লিগ্যাল এইড কমিটি ও সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিদের নিয়ে এডভোকেসি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব মোঃ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্লাস্টের সমন্বয়কারী এ্যাড. সিরাজুম মুনিরা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইআরএসওপি প্রকল্প কর্মকর্তা এ্যাড. খুরশীদা পারভীন জলি। আইন সহায়তা প্রাপ্তির উপর আলোচনা করেন স্টাফ লইয়ার এ্যাড. পিনাক পানি রায়। এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফফর হোসেন ও ব্লাস্টের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এডভোকেসি অফিসার মোঃ হারুন-অর-রশীদ। সভায় সুবিধাবঞ্চিত বিচার প্রার্থীদের বিনামূল্যে আইন সহায়তা প্রদান, সরকারী আইনগত সহায়তা প্রাপ্তি, সর্বস্তরের মানুষ আইন প্রাপ্তির বিষয়ে সচেতনাসহ আইন সহায়তা প্রাপ্তি আইনগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত এডভোকেসি সভায় উপজেলা লিগ্যাল এইড কমিটির ১৫ জন সদস্যসহ মোট ৫৮ জন অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ চত্বরে এবং ইউনিয়ন পরিষদ চত্বরে আইন সহায়তা প্রাপ্তির সুযোগ-সুবিধার জন্য ফেস্টুন, পোস্টার, লিফলেট সরবরাহের জন্য ব্লাস্টের প্রতি অনুরোধ জানান।