
স্টাফ রিপোর্টার \ গতকাল শনিবার এমবিএসকে হল রুমে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিট আয়োজিত কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের আওতায় ল’ইয়ার, প্যানেল ল’ইয়ার এবং স্টাফদের নিয়ে দিনব্যাপী জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক সতেজকরন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাড. সিরাজুম মুনিরা, বস্নাস্ট প্রধান কার্যালয় ঢাকা’র প্রশিক্ষক মোসাদ্দেক হোসেন, ব্লাস্ট প্রধান কার্যালয়ের সমন্বয়কারী ওয়াহিদা বেগম ও প্রশিক্ষক এ্যাড. লিয়াকত আলী। সার্বিক তত্তাবধানে ছিলেন বস্নাস্ট দিনাজপুর ইউনিটের এ্যাডভোকেসী অফিসার এ্যাড. হারুন-অর-রশিদ। প্রশিক্ষণে অধিকার, মানবাধিকার, মানবাধিকারের বৈশিষ্ট্য, নারীর মানবাধিকার, মানবাধিকারের সার্বজনীন ঘোষণা, জেন্ডার ও সেক্স এবং তার পার্থক্য, জেন্ডার শ্রম বিভাজন ও জেন্ডার ভূমিকা, জেন্ডার বৈষম্যদূরীকরণে আইন সেবা প্রদানকারীর ভূমিকা, জেন্ডার চাহিদা, প্রবেশাধিকার, নারীর ক্ষমতায়ন, জেন্ডার বৈষম্য, পিতৃতন্ত্র ও এর ঊৎস।