
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : সোমবার বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিট আয়োজিত কর্মজীবী নারী দিনাজপুর এর সহযোগিতায় কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের আওতায় দিনাজপুর পৌরসভার অন্তর্গত দুটি মহলায় মানবাধিকার বিষয়ক সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় বলুবাড়ী কুমারপাড়া মহলায় এবং বিকাল ৩টায় ছোট গুড়গোলা মহলায় পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত আসহায় নারীদের নিয়ে মানবাধিকার বিষয়ক সবেতনতা সভায় আইন বিষয় নিয়ে আলোচনা করেন বাস্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাডঃ সিরাজুম মুনিরা ও বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ ছন্দা রানী দাস। সভা পরিচালনা করেন বাস্ট প্যারা লিগ্যাল ফরাজানা ফারহীন। সভায় সম্পত্তিতে নারীর অধিকার, মোহরানা, ভরণ পোষন, যৌতুক এবং সন্তানদের কর্তৃক পিতা মাতার ভরণ পোষনের যে আইন চালু হয়েছে যে বিষয় নারীদের জানানো হয়। এসময় পিছিয়ে পড়া অসহায় নারীরা তাদের মানবাধিকার রক্ষাসহ বিভিন্ন আইনের ধারা নিয়ে প্রশ্ন করলে আয়োযোগরা তার উত্তর দেন। স্বাগত বক্তব্য রাখেন কর্মজীবী নারী দিনাজপুরের সদস্য মৌসুমি ফেরদৌস।