
দিনাজপুর প্রতিনিধি : ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাড. সিরাজুম মুনিরা বলেছেন, সুশাসন ও মানবাধিকার বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
গতকাল মঙ্গলবার ব্লাস্ট দিনাজপুর ইউনিট কার্যালয়ের হলরুমে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) দিনাজপুর ইউনিট আয়োজিত মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র সহযোগিতায় ‘‘ইফেকটিভ পারিটিসিপেশন ফর ট্রান্সপারেন্স এন্ড একাউন্টেবল লোকাল গভর্নেন্স’’ প্রকল্পের আওতায় ইউপি নারী সদস্যদের সাথে ফোকাল গ্রুপ ডিসকাশন এফজিডি অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্যে একথা বলেন। এ্যাড. সিরাজুম মুনিরার সভাপতিত্বে উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন ঢাকা কেন্দ্রীয় কার্যালয় হতে আগত ইপিটিএএলজি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এমদাদুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালণ করেন প্রকল্পের স্টাফ ল’ ইয়ার এ্যাড.রাবেয়া ফেরদৌস। ইউনিয়ন পরিষদে নারীদের নিরাপদ পরিবেশ গড়ে তোলা কে কেন্দ্র করে মুক্ত আলোচনায় অংশ নেন ইউপি সদস্যা দিপ্তী রানা রায়, নাসিমা বেগম, মাসুমা বেগম, শাহনেওয়ার পারভীন, জোসনা খাতুন, কুলসুম বানু নারগিস প্রমুখ।