শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বড়পুকুরিয়ার কয়লা খনিতে পাঁচ মাস পর কয়লা উৎপাদন শুরু

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি টানা পাঁচ মাস বন্ধ থাকার পর কয়লা উৎপাদন শুরু হয়েছে। গত শনিবার নতুন ১২১২ নম্বর কোলফেইস থেকে কয়লা উত্তোলন শুরম্ন করা হয়। প্রথম দিনে (শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা) উত্তোলন করা হয়েছে প্রায় ২ হাজার ৮ শ’ মেট্রিক টন কয়লা। দীর্ঘদিন পর কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, ১০মে খনি ভূ-গর্ভে ১২০৫ নম্বর কোলফেইস-এ কয়লা কাটার সময় উপরের পানির পকেট ভেঙে পড়ে জলাধারের সৃষ্টি হয়। প্রথম দিকে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষন (এম এন্ড পি) ঠিকাদার সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম খনি ভূ-গর্ভে স্থাপিত পাম্পের সাহায্যে পানি সরিয়ে ফেলে কয়লা উৎপাদন শুরুর চেষ্টা করেছিল। কিন্তু তা ঝুঁকিপূর্ণ হওয়ায় জুন মাসের প্রথম সপ্তাহে কয়লা উত্তোলন বন্ধ করে দিয়ে কোলফেইসটি সাময়িকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর নতুন ১২১২ নম্বর কোলফেইস উন্নয়ন করে মাইনিং ইকুইপমেন্ট বসিয়ে কয়লা উত্তোলন শুরু করা হয়।

এব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুজ্জামান বলেন, ১২১২ নম্বর কোলফেইস-এ লংওয়াল মাল্টি স­াইস পদ্ধতিতে কয়লা কেটে উত্তোলন করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে টপ কোল কেভিং পদ্ধতিতে কয়লা কাটার জন্য মাইনিং ইকুইপমেন্ট বসানো হচ্ছে। এভাবে আরও ৮/১০ দিন কয়লা উত্তোলন করা হবে। এরপর টপ কোল কেভিং পদ্ধতিতে পুরোদমে প্রতিদিন সাড়ে ৪ থেকে ৫ হাজার মেট্রিক টন কয়লা উৎপাদন শুরু হবে। প্রথম দিনে ২ হাজার ৭৬৮ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে কয়লা উত্তোলন বন্ধ থাকায় তারা দুশ্চিমত্মায় পড়েছিলেন। পুনরায় উৎপাদন শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।

Spread the love