রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের চাকুরি স্থায়ী করণের দাবীতে সম্মেলন

অস্থায়ী কর্মচারীদের অবিলম্বে চাকুরী স্থায়ী করণের দাবীতে গতকাল বৈকাল ৫-১৫ মিঃ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাকক্ষে ইউনিয়ানের সর্বস্তরের সদস্যদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বড় পুকুরিয়া কোলমাইনিং কোম্পানী লিমিটেড শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রাজ-১৯৫৬) সভাপতি ও বাংলাদেশ তৈল,গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক কর্মচারী ফেডারেশন (জাতীয় শ্রমিক লীগের অন্তরভূক্ত) সংগঠনের সহসভাপতি জনাব মোঃ আবুল কাসেম সিকদার ও সিনিয়ার সহসভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ।

 

কার্যনির্বাহী কমিটির সদস্য আজগার আলী তার বক্তব্যে বলেন; আমরা জানি না কোনভাষায় কথা বললে আমাদের কঠিন দূর্দশাগ্রস্থ জীবনের অবসানে চাকুরী স্থায়ীকরণ করা হবে। একই পরিসরে একই কাজ করে আমাদের সহকর্মীরা যখন সূখ ঐশ্বর্য্যে রঙ্গিন স্বপ্নে ভাসছে তখন আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত। এমতাবস্থায় আমরা আমাদের দাবী নিয়ে অনেক সভা-সমাবেশ করেছি কিন্তু কোন কিছুতেই আমাদের জন্য আশার সূর্য আজও ওঠেনি।

 

সাধারণ সম্পাদক জনাব রফিকুল আলম তার বক্তব্যে বলেন; এক যুগ চাকুরী করলে সে কর্মচারী ভাবতে পারে আমি রিটার্ডের পর্যায়ে রয়েছি কিন্তু বড়পুকুরিয়া কয়লাখনিতে এক যুগ চাকুরী করার পর চাকুরী স্থায়ী করণের আন্দোলন করতে হয়। এটি শোনতে যেমন বে-খাপ্পা লাগে অনুরূপ বলতেও লজ্জা লাগে। আমাদের ও দেশের জন সাধারণের লজ্জা হলেও কর্তৃপক্ষের লজ্জা হয় না এটিই সবচেয়ে বিস্ময়ের ব্যাপার। আমাদের শ্রম এবং নিষ্ঠাবান কর্ম তৎপরতার কারণে আজ বড়পুকুরিয়া কয়লা খনি রাষ্ট্রের ১ নম্বর লাভজনক প্রজেক্টে পরিণত হল কিন্তু আমাদের অবস্থা পূর্বের মতই অন্ধকারে রয়েগেল। একই সঙ্গে কর্মে যোগ দিয়ে যাদের চাকুরী স্থায়ী হয়েছে তারা বিরাট অঙ্কের বোনাস ইনক্রিমেন্ট পেয়ে যখন ভোগবিলাসীতার পালঙ্কে চড়ে আল­াদে গড়াগড়ি খাচ্ছে তখন আমাদের হিসাব মেলাতে হচ্ছে উমূক উমূকের কাছে ঋণ রয়েছে তাকে কি জওয়াব দিব। আমাদের সাথে যে ন্যাক্কার জনক প্রহসন করা হচ্ছে এটি অন্যকোন দেশে হলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে দড়ি চড়ত। মূলতঃ এ প্রজেক্টে এখনও প্রচুর শুন্যপদ রয়েছে তথাপী স্থায়ীকরণ না করার পিছনে বিরাট এক ইবলীশের প­ান কাজ করছে। আর তা হলো যারা স্থায়ী রয়েছে তাদের ইনক্রিমেন্টের ভাগ কমে যাবে এই ভয়ে তারা মানবীকতার সকল নিয়মকে বে-ইজ্জত করে শয়তানী খেলায় উম্মাদ হয়ে উঠেছে। তাই আজকের এই মহতী সম্মেলন থেকেঁহুশিয়ারী ঘোষণা করছি আগামী ৩ মাসের মধ্যে আমাদের স্থায়ী করণ করা না হলে আমরা আমরণ অনশন এবং অন্দোলনের চুড়ান্ত পর্যায়ে যেতে বাধ্য হব।

সহসভাপতি আমিনুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন; যার ইজ্জত আছে তার ইজ্জত যাবার ভয় থাকে আর যার ইজ্জত নেই তার ইজ্জত হারাবার কোন ভয় থাকে না। তাই আমরা মনে করি আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ইজ্জত রয়েছে এবং তা’ রক্ষার্থে হলেও এই অসহায় শ্রমিকদের অবিলম্বে ব্যবস্থা করা উচিৎ। এর পর বড় পুকুরিয়া কোলমাইনিং কোম্পানী লিমিটেড শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রাজ-১৯৫৬) সভাপতি ও বাংলাদেশ তৈল,গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক কর্মচারী ফেডারেশন (জাতীয় শ্রমিক লীগের অন্তরভূক্ত) সংগঠনের সহসভাপতি জনাব মোঃ আবুল কাসেম সিকদার। সিকদার সাহেব তার মূল্যবান বক্তৃতায় বলেন;

বর্তমান বাংলাদেশের সফল প্রধান মমত্রী মেহনতী মানুষের আশা আকাঙ্খার প্রতিক এবং ডিজিটাল বাংদেশ গড়ার দৃঢ়প্রত্যয়ী জননেত্রী শেখ হাসিনার সরকার যখন বেকারের হাতে কর্ম তুলে দেয়া এবং ক্ষুধা মূক্ত বাংলাদেশ গড়বার দৃপ্তশফতে কাজ করে যাচ্ছে ঠিক তখনও বড়পুকুরিয়া কয়লাখনি প্রজেক্টে কর্মরত শ্রমিক ভাইদের স্থায়ী কর্মের জন্য আন্দোলনের ঝান্ডি হাতে নিয়ে আন্দোলন করতে হবে তা’ কোন ভাবেই মেনে নেয়া যায় না। তাই আমরা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেন এ ব্যাপারে তেনার মহতীদৃষ্টি আমার আসহায় শ্রমিক ভাইদের সমস্যা সমাধানের কারণ হয়ে যায়। শ্রমিক ভায়েরা আজ ১০/১২ বছর ধরে হাড়গোড়, রক্ত চর্ম ক্ষয় করে একান্ত নিষ্ঠা ও দক্ষতার সহিত এ প্রজেক্টে কাজ করে কোম্পানীকে করেছে সমুন্নত কিন্তু নিজেরা হয়েছে অবনত। এ দৃষ্টিকোণ থেকে বিচার করলেও মানবীক কারণে তাদেরকে ১ মাসের মধ্যে স্থায়ী করন করা একান্তই উচিৎ। কিন্তু আমি সভাপতি হিসাবে তাদের জন্য শিকড়ের গোড়া পর্যন্ত বার বার দৌড়া-দৌড়ি করেছি কিন্তু কাজ হয়নি কারণ এই শ্রমিক ভাইদের বিপদে ঝুলিয়ে রাখবার মূল বিপদের জড় এখানেই লুকে রয়েছে। তাই আমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অনুরোধ করছি পিছনের সকল গ­ানী এবং পক্ষপাতিত্ততা উপেক্ষা করে শিঘ্রই এবং যত অল্প সময়ে পারা যায় অস্থায়ীদের স্থায়ী করুন।

কিছুদিন পূর্বে বাংলাদেশ সরকার, সরকারী আধা সরকারী এবং স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান ও কোম্পানী সমূহে বিভিন্ন সেক্টরে দু’আড়াই লক্ষ বেকারের কর্মসংস্থানের ঘোষণা দিয়েছেন। এখন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আর বলবার সুযোগ নেই নিয়োগ বন্ধ রয়েছে। অতএব কাল ক্ষেপন না করে শিঘ্রই শুন্য পদের জন্য যারা আজ ১০/১২ বছর থেকে কেহ কেজুয়েলে কিংবা থার্ড পার্টির মাধ্যমে এখানে কাজ করছে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা করতে চুড়ান্তভাবে অনুরোধ করছি। আমাদের অনুরোধ এবং আন্দোলনকে উপেক্ষা করে যদি ব্যবস্থপনা কর্তৃপক্ষ নিশ্চিন্তে নাকে তেলদিয়ে ঘুমায় তাহলে এ প্রজেক্টের শ্রমিক ভাইদের কর্মের হাত বিদ্রোহীর হাতে পরিণত হয়ে যদি উৎপাদন ব্যহত হয় এর দায়ভার সম্পূর্ণ ব্যবস্থাপনার কর্তৃপক্ষের উপর বর্তাবে। কেননা এ প্রজেক্টে এপর্যন্ত অসংখ্য শুন্যপদ রয়েছে কিন্তু কোন কারণে এবং কেন নিয়োগ দেয়া হচ্ছেনা তা’ কেহ জানে না। ১০/১২ বছর থেকে যারা সুবিধা বঞ্চিত হয়ে আশায় আশায় কর্ম করে যাচ্ছে তাদের সংখ্যা খুববেশী নয় মাত্র ১৫২ জন মাত্র। পক্ষান্তরে কোম্পানীর প্রোফাইলে দেখা যাচ্ছে ৩য় ও ৪র্থ শ্রেণীর শুন্য পদের সংখ্যা ৪১৮টি এখনও রয়েছে।

 

Spread the love