সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া কয়লা খনিতে ড্রাইভার নিয়োগ বাতিলের দাবিতে স্থানীয় জনসাধারণের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে বহিরাগত ড্রাইভার নিয়োগ বাতিলের দাবিতে স্থানীয় জনসাধারণের বিক্ষোভ মিছিল। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কয়লা খনির মূল ফটকে স্থানীয় জনসাধারণকে চাকুরী না দিয়ে খনি কর্তৃপক্ষ বহিরাগতদের ড্রাইভার পদে চাকুরীর নিয়োগ দেওয়ার কারণে স্থানীয় জনসাধারণ তাদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মোঃ ফজলুর রহমান এর নেতৃত্বে মিছিলে অংশ নেন মোঃ মুশফিকুর রহমান, জাকির হোসেন, বড়পুকুরিয়া- ফুলবাড়ী কয়লা খনি গণ অধিকার সংগ্রাম কমিটির কার্যকরী সদস্য মোঃ ছাদেকুল ইসলাম সহ স্থানীয় এলাকাবাসী। বিক্ষোপ মিছিলে এলাকার শতাধিক শিক্ষিত বেকার যুবকেরা অংশ নেন। নেতৃবৃন্দরা বলেন এলাকার মানুষ ভিটেমাটি জমি জমা হারিয়ে আজ পাগলের মত হয়েছে। তাদের ছেলে মেয়েদের চাকুরী না দিয়ে খনি কর্তৃপক্ষ বহিরাগতদেরকে গোপনে অর্থের বিনিময়ে চাকুরী দিচ্ছেন। তাদের এই নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। বাতিল করা না হলে খনি এলাকায় গণ-আন্দোলন গড়ে তোলা হবে।