সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া কয়লা খনির জালিয়াতির ২৭লাখ ৬০হাজার টাকা উদ্ধার

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর ৩শ মেট্রিক টন কয়লা জালিয়াতির ২৭লাখ ৬০হাজার টাকা উদ্ধার হয়েছে। ঘটনার প্রাথমিক তদর্ন্তের পর কতৃপর্ক্ষ কয়লা বিক্রির দায়িত্বে নিয়োজিত ৩ কর্মকর্তাকে ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে সংযুক্ত করে ৩য় পক্ষের মাধ্যে নিয়োজিত ২কর্মচারীকে সাময়িক প্রত্যাহার করে নিয়েছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ খোজ নিয়ে জানা যায়, গত ১৫মে ঢাকার সাভার এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান ৩শ মেট্রিক টন কয়লা ক্রয়ের জন্য কয়লা খনির অর্থ ও হিসাব বিভাগে আবেদন করে আবেদন পত্রের সাথে অগ্রনী ব্যাংক লিঃ ফুলবাড়ী বাজার শাখার, দিনাজপুর-এ কয়লার মূল্য বাবদ ২৭লাখ ৬০হাজার টাকা জমা প্রদানের রশিদ এবং কোম্পানির একাউন্টে টাকা জমা হওয়ার বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপক কতৃর্ক ইস্যুকৃত সার্টিফিকেট সংযুক্ত করেন। পরবর্তীতে কয়লা বিক্রির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা মোসার্স রবিন ট্রেডার্স এর আবেদন পত্রের সাথে সংযুক্ত ব্যাংক কতৃর্ক ইস্যুকৃর্ত জমার রশিদ ও সাটির্ফিকেট পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নীরিক্ষা না করে ৩শ মেট্রিক টন কয়লা সরবরারহ আবেদশ ইস্যু করেন । সরবরাহ আদেশ ইস্যুর পর ঐ ব্যবসা প্রতিষ্ঠান বিগত ১৬ও ১৭মে ২দিনে মোট ১৭টি ট্রাক যোগে সমুদয় কয়লা সরবরাহ করে নেয়। ২০১৩-২০১৪ অর্থ বছর সমাপ্তির পর ২০১৪ জুলাই মাসের অগ্রনী ব্যাংক লিঃ ফুলবাড়ী বাজার শাখার দিনাজপুর এর ব্যাংক বিবরনীর সাথে অর্থ ও হিসাব বিভাগের ব্যাংক রেজিষ্টারের মিল করন করার সময় ব্যাংকের সাথে ২৭লাখ ৬০হাজার টাকার গড় মিল পরিলক্ষীত হয়। বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপক প্রফুল্ল কুমার রায়কে অবহিত করা হলে তিনি উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠান কতৃর্ক দাখিলকৃত ২৭লাখ ৬০হাজর টাকা জমা প্রদানের রশিদ ও ব্যাংক কতৃক ইস্যুকৃর্ত সাটির্ফিকেট পরীক্ষা নীরিক্ষা করে বলেন, এটি সম্পূর্ন জাল। পরবর্তীতে কোম্পানির অর্থ ও হিসাব বিভাগ কোম্পানি কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করে।
গত ২০শে আগস্ট মহাব্যবস্থাপক (প্রশাসন) একেএম সিরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক (সারফেজ অপারেশন) এটিএম নুরুজ্জামান চৌধুরী ও উপ ব্যবস্থাপক (এমটিএন্ডএস) মোঃ সাইফুল ইসলাম সরকারের সমন্বয়ে ৩সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। অবশেষে ২৭লাখ ৬০হাজার মোঃ মাসুম আলী নামে কোন ব্যাক্তি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে অগ্রনী ব্যাংক লিঃ, ফুলবাড়ী শাখা, দিনাজপুর-এ কোম্পানির সল্পমেয়াদী  হিসেবে জমা প্রদান করেন। ফলে বড়পুকুরিয়া কয়লা খনি আর্থিক ক্ষতি হতে রেহাই পায়।

 

Spread the love