শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া কয়লা খনির জালিয়াতির ঘটনায় ২ কর্মচারীকে সাময়িক প্রত্যাহার ৩ কর্মকর্তাকে দপ্তরে সংযুক্ত

মোঃ একরামুল হক বেলাল : বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড-এর ৩০০ (তিনশত) মেট্রিক টন কয়লা জালিয়াতির ঘটনায় কয়লা বিক্রীর দায়িত্বে নিয়োজিত ৩ জন কর্মকর্তা-কে ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে সংযুক্ত এবং ৩য় পক্ষের মাধ্যমে নিয়োজিত ২ জন কর্মচারীকে সাময়িক প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।

দায়ীত্ব অবহেলার দায়ে প্রত্যাহারকৃতরা হলেন, তৃতীয় পক্ষের অধিনে কর্মরত খনির অর্থ ও হিসাব বিভাগের অফিস সহকারী শাকিল আহম্মেদ ও এ্যাটেনটেন্ট রবীউল ইসলাম।

অপরদিকে, কয়লা বিক্রির দায়ীত্বে নিয়োজিত মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী, উপ-মহাব্যাবস্থাপক (হিসাব) গোপাল চন্দ্র সাহা ও উপ-ব্যবস্থাপক (বাজেট এ্যান্প কষ্ট কন্ট্রোল) কামরম্নল হাসানকে ব্যবস্থাপনা পরিচালকে দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

খনি সুত্রে জানা গেছে, গত ২২৪তম বোর্ড সভায় কর্তৃপক্ষ এই আদেশ জারী করেন।

এ ব্যাপারে উপ-মহাব্যাবস্থাপক (হিসাব) গোপাল চন্দ্র সাহা জানান, ৩ নভেম্বর থেকে সংযৃক্ত করা হয়েছে।

উলেস্নখ্য গত ২০১৩-২০১৪ অর্থ বছর সমাপ্তির পর জুলাই মাসের প্রথম সপ্তাহে অগ্রণী ব্যাংক লিঃ ফুলবাড়ী বাজার শাখা, দিনাজপুর এর ব্যাংক বিবরণীর সঙ্গে বড়পুকুরিয়া কয়লা খনির অর্থ ও হিসাব বিভাগের হিসাবের সঙ্গে ২৭লাখ ৬০ হাজার টাকার গড় মিল পাওয়া যায়। এ বিষয়ে খনি কর্তৃপক্ষ বিষয়টি ব্যাংক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে ব্যাংক সার্টিফিকেটগুলো যাচাই করলে দেখা যায়। একই সনের গত ১৫ মে মেসার্স রবিন ট্রেডার্স এর প্রোপাইটর মোঃ মাসুম আলী জিরানী বাজার, সাভার, ঢাকা ঠিকানায় দাখিলকৃত ২৭ লাখ ৬০ হাজার টাকা ব্যাংক সার্টিফিকেটটি ভূয়া ও জাল ।

এ বিষয়ে খনির হিসাব ও অর্থ বিভাগ লিখিতভাবে ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করেন। ব্যবস্থাপনা পরিচালক ঘটনাটি তদন্তের জন্য গত ২০ আগস্ট খনির মহা-ব্যবস্থাপক প্রশাসন এ.কে.এম সিরাজুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। গত ২ সেপ্টেম্বর তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে রবিন ট্রেডার্স এর প্রোপাইটর মোঃ মাসুম আলী তার সহযোগি জয়পুরহাট জেলার সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আরাফাত হোসেন, অর্থ হিসাব বিভাগের অফিস সহকারী পদে কর্মরত শাকিল আহম্মেদ ও এ্যাডেটেন্ট রবিউল ইসলামকে দোষি করে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন অনুযায়ী খনির উপ-ব্যবস্থাপক প্রশাসন মাসুদুর রহমান হাওলাদার গত ৯ সেপ্টেম্বর পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। একই ঘটনায় গত ২২৪তম বোর্ড সভায় তৃতীয় পক্ষের অধিনে কর্মরত অফিস সহকারী শাকিল আহম্মেদ ও এ্যাডেটেন্ট রবিউল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই ঘটনায় কোম্পানীর মহা-ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী, উপ-মহাব্যবস্থাপক হিসাব গোপাল চন্দ্র শাহ ও উপ-ব্যবস্থাপক (বাজেট এন্ড কস্ট কন্ট্রোল) কামরুল হাসানকে দায়িত্ব অবহেলার দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাদেরকে ব্যবস্থাপনা পরিচালক দপ্তরের বদলী করা হয়েছে।

 

Spread the love