শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া কয়লা খনি এলাকা পরিদর্শন করলেন সংসদ শিবলী সাদিক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ৬ আসনের জাতীয় সংসদ সদস্য জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় সদস্য মোঃ শিবলী সাদিক এর বড়পুকুরিয়া কয়লা খনি এলাকা পরিদর্শন।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক বড়পুকুরিয়া কয়লা খনি এলাকা ও ভূ-গর্ভস্থ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তা গণ ও সিকিউরিটি ডেপুটি ম্যানেজার মোঃ মাসুদ হাওলাদার। খনির পরিদর্শন শেষে স্থানীয় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকির, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ সোহাগ, দপ্তর সম্পাদক মোঃ খোকন।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ৯নং হামিদপুর ইউনিয়নের মোঃ ফজলুর রহমান, ছাত্রলীগের মোঃ মুশফিকুর রহমান, ৯নং শিবনগর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক ছাত্র নেতা মামুন প্রমুখ।

এছাড়া স্থানীয় শতাধিক অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ, ইলেকট্রিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।