রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরস্থ বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতর অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ১১ দফা দাবী আদায়ের জন্য জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা ।

 

সোমবার সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনকারী শ্রমিকরা।

 

সমাবেশে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক হাবিব হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, যুগ্ন সম্পাদক নুরুজ্জামান, শাখাওয়াত হোসেন ও রবিউল ইসলাম প্রমুখ।

 

বক্তারা বলেন, অবিলম্বে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রর শ্রমিকদের এ্যাশ ভাতা চালু, সিদ্বিরগঞ্জ ও হরিপুর বিদ্যুৎ কেন্দ্রকে ইজিসিবির নিকট হস্তান্তরের সিদ্ধান্ত বাতিল, সাউথ, নর্থ-ওয়েষ্ট ও সেন্ট্রাল জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী বন্ধ করা সহ সিবিএ’র পেশকৃত ১১ দফা দাবী মেনে নেওয়ার আহবান জানান।

 

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম জানান, গত জুন মাসে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতর অসামাজিক কার্যকলাপের সময় তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিশিয়ান আবুল কালাম আজাদকে এক যুবতীসহ আটক করে পুলিশে দেয় সাধারন শ্রমিকরা।

 

ওই ঘটনায় ইলেকট্রিশিয়ান আবুল কালাম আজাদ, আকবর আলী ও নিরাপত্তা পরির্দশক আজাহার আলী কে চাকুরিচ্যুত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছিল শ্রমিকরা।

 

কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো ৩ সাধারন শ্রমিককে মৌলভীর বাজার বিতরন বিভাগে বদলীর সিদ্ধান্ত নিয়েছে।

Spread the love