বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়ার্ট  তাপ বিদ্যুৎ কেন্দ্রে অসামাজিক কার্যকলাপ চলাকালে তাপ বিদ্যুত কেন্দ্রের ইলেকট্রিক শাখার আবুল কালাম আজাদ(৪০) ও অন্তরা (১৭) নামের  এক মেয়েকে আটক করে পুলিশে দিয়েছে সাধারন শ্রমিকরা। গতকার রোববার ভোরে পুলিশ তাদের গ্রেফতার করে পার্বতীপুর মডেল থানায় নিয়ে আসে। তারা দু’জন বিদ্যুত শ্রমিক আকবর আলীর বাসায় অসামাজিক কাজে লিপ্ত ছিল। কেপিআই এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে তাপ বিদ্যুত কেন্দ্রের ইলেকট্রিক শাখার শ্রমিক আবুল কালাম আজাদ,  শ্রমিক আকবর আলী ও বিদ্যুত কেন্দ্রের নিরাপত্তা পরিদর্শক আজাহার আলীকে চাকরীচ্যুৎ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জতীয় বিদ্যুত শ্রমিক লীগ । প্রশাসনিক ভবনের সামনে শ্রমিক লীগ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিব হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, যুগ্ন সম্পাদক শাখাওয়াত হোসেন, নুরুজ্জামান, রবিউল ইসলাম  প্রমুখ।

পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, কেপিআই এলাকায় বহিরাগত মেয়ে এনে অসামাজিক কাজ চলছে  মর্মে সাধারন শ্রমিকরা থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল আলম অসামাজিক কার্যকলাপের বিষয়টি নিশ্চিত করেন।