রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতের মধ্যদিয়ে ট্রানজিট চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য আরো সম্প্রসারণের লক্ষ্যে নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ স্থাপনে ভারতের মধ্যদিয়ে ট্রানজিট চেয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন ড. শশী থারুর প্রধানমন্ত্রীর সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই অনুরোধ জানানো হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, এতে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরে পেন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও কানাডার প্রখ্যাত লেখক জন রলস্টন সাওল প্রধানমন্ত্রীর সঙ্গে তার জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা বলেন, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ স্থাপনে বাংলাদেশ অংশে ইতোমধ্যেই অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। নেপাল ও ভুটানও কাজ শেষ করেছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এখন ভারতের মধ্যদিয়ে ত্রিদেশীয় ট্রানজিট প্রয়োজন।

জবাবে ভারতীয় লোকসভার সদস্য থারুর বলেন, ভারতের মধ্যদিয়ে বাংলাদেশের ট্রানজিট পাওয়া উচিৎ।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করে ভারতের লোকসভার এই সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এ প্রসঙ্গে ড. থারুর এ অঞ্চলে সন্ত্রাস দমনে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয় ভারতের লোকসভা ও রাজ্যসভায় তার উচ্ছ্বসিত প্রশংসার কথা উল্লেখ করেন।

Spread the love