বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ভারতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বুধবার দিনাজপুরের হিলি চেকপোষ্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, পাবনার ভাঙ্গুরা উপজেলার রুকশি গ্রামের বাসিন্দা লিটন হালদার (২৯), তার স্ত্রী সীতা রাণী (২৬), মেয়ে নুপুর (৫), এবং একই জেলার সুজানগর উপজেলার নজিগঞ্জ গ্রামের নগেন দাসের ছেলে সুরেশ রবি দাস (৪০) ও নওগাঁর আত্রাই উপজেলার যাত্রামুল গ্রামের মৃত নির্মল দাসের ছেলে রবি দাস।

বিজিবি’র হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল মান্নান জানান, গত ২৭ জানুয়ারি তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এসময় সেখানকার বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। পরে বিজিবি ও বিএসএফের উর্দ্ধতন কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হওয়ার পর গতকাল সন্ধ্যায় তাদের বিজিবি’র কাছে হস্তান্তর করে।