মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ বানিজ্য বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নেয়া হবে

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, অচিরেই ভারত-বাংলাদেশ বানিজ্য বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নেয়া হবে। সার্কভুক্ত দেশগুলোর ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে লক্ষ্যে যাবতীয় সমস্যা দূরীকরণ করার প্রক্রিয়া চলছে। অতিদ্রম্নত ব্যবসায়ীদের সব সমস্যা সমাধান করা হবে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ভারতীয় হাই কমিশনার দিনাজপুরের ব্যবসায়ীদের সাথে ব্যবসা-বানিজ্য সংক্রামত্ম বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন। ভারতীয় হাই কমিশনার আরো বলেন, ভিসা পদ্ধতি সহজতর করে ব্যবসায়িক বিষয়গুলো আরো গতিশীল করতে উদ্যোগ নেয়া হচ্ছে। বাংলাদেশী নাগরিকদের চিকিৎসার জন্য একদিনের মধ্যে ভিসা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। দু’দেশের মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে অন্যান্য সমস্যাও দ্রম্নত সমাধানের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে কোটি কোটি টাকার পন্য ক্রয় করে অথচ ভারত বাংলাদেশ থেকে সে পরিমান পণ্য ক্রয় করে না কেন-ব্যবসায়ীদের এমন প্রশ্নের উত্তরে ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশী পণ্যের মান ভাল হলে অবশ্যই ভারত বাংলাদেশ থেকে পণ্য ক্রয় করবে। যেসব পণ্যের মান ভাল ভারত সেসব পণ্য বাংলাদেশ থেকে ক্রয় করছে। তিনি বাংলাদেশী তৈরী পোষাকের মানের প্রশসংসা করেন।

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবন মিলনায়তনে চেম্বারের সভাপতি মোঃ মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত মি. হরি কুমার শ্রেষ্ঠা, ভূটানের রাষ্ট্রদূত মিস পেমা চডেন, দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী, পুলিশ সুপার মোঃ রম্নহুল আমিন, দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারম্নল ইসলাম, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, চেম্বারের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সহিদুর রহমান পাটোয়ারী মোহন, হিলি আমদানী-রপ্তানী কারক সমিতির সভাপতি মোঃ হারম্ননুর রশিদ প্রমূখ। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রনালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, রাজশাহী অঞ্চলের ভারতীয় সহকারী হাই কমিশনার সন্দ্বীপ মিত্র, ভারতীয় দুতাবাসের ফার্ষ্ট সেক্রেটারী মি. মৃদু পাওয়ান, ভূটান দূতাবাসের কাউন্সিলর মি. ইয়নথেন জেমস্টো, দিনাজপুর চেম্বারের নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যাংকার, আমদানা-রপ্তানী কারক, সাংবাসিকসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে ভারতীয় হাই কমিশনার এবং এবং নেপাল ও ভূটানের রাষ্ট্রদূতসহ অন্যান্য অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর চেম্বার নেতৃবৃন্দ। আলোচনা শেষে ৩ দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য অতিথিবৃন্দ দিনাজপুর চেম্বারের নৈশ ভোজে অংশগ্রহন করেন।

 

Spread the love