
লংকেশ্বর রায় ঢাকা অফিসঃ ভারত সরকারের আমন্ত্রণে দ্বি-পাক্ষীক বৈঠকে যোগদান উপলক্ষে ৮ (আট) সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল ভারতের কলকাতা ও দিল্লী সফর করছেন।
উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন জনাব মুহাম্মদ ফারুক খান এমপি। অন্য সদস্যগন হলেন মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম এমপি, জনাব পংকজ নাথ এমপি, জনাব মুস্তফা লুৎফুল্লাহ এমপি, জনাব নাহিম রাজ্জাক এমপি, বেগম মাহজাবিন খালেদ এমপি, জনাব শফিকুল ইসলাম শিমুল এমপি ও জনাব কাজী নাবিল আহম্মেদ এমপি ।
উল্লেখ্য এই প্রথম ভারতীয় বি জে পি সরকারের সাথে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক হতে যাচ্ছে।
২২ নভেম্বর সফরের শুরুতে পশ্চিম বঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে হাওড়ার মন্দিরতলার নবান্ন অফিসে সন্ত্রাস, জঙ্গীবাদ, স্থলসীমানা ও শুষ্ক মৌসুমে বাংলাদেশ ও ভারত তথা পশ্চিম বঙ্গের মধ্যকার পানি বন্টন সমস্যা নিয়ে মতবিনিময় করবেন।
এ সংসদীয় প্রতিনিধি দল ২৩ নভেম্বর ট্যুরিজম ও ভিসা সহজী করনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নিবেন ।
২৪ নভেম্বর বিজেপির উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের সংঙ্গে সন্ত্রাস, জঙ্গীবাদ ও গণতন্ত্রর চর্চার বিভিন্ন দিক এবং দু’দেশের আঞ্চলিক সমস্যা নিয়ে উম্মুক্ত আলোচনায় বসবেন। পরে এ সংসদীয় প্রতিনিধি দলটি ভারতীয় লোকসভায় মাননীয় স্পীকার মন্ত্রনালয়ের বিভিন্ন মন্ত্রিবর্গ, এমপি বৃন্দ এবং কংগ্রেসনেতা রাহুল গান্ধীর সঙ্গেও মতবিনিময় করবেন। অবসর প্রাপ্ত কূটনীতিবিদবৃন্দ, খ্যাতনামা সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবৃন্দ সহ শিক্ষাবিদদের সাথে এক মত বিনিময় সভায় অংশ গ্রহণ করবেন।
প্রতিনিধি দল ২৫ নভেম্বর ভারতের ইলেকশন কমিশনের কমিশনারবৃন্দের সাথে গনতন্ত্র উত্তরণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আধুনিক তথা ইলেক্ট্রনিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা নিয়ে এক বিশেষ আলোচনা সভায় মিলিত হবেন। এ ছাড়া বিবেকানন্দ ফাউন্ডেশনে বিশেষ আলোচনামেত্ম এ সফর শেষ করবেন এবং ৮ (আট) সদস্যের এ বিশেষ সংসদীয় প্রতিনিধি দলটি ২৬ নভেম্বর ২০১৪ দেশে প্রত্যাবর্তণ করবেন।