সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বটে

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের নেহালগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন কর্তৃক মিটিং চলাকালীন সময়ে ম্যানেজিং কমিটির সভাপতি সাহজাহান চৌধুরী ও অন্যান্য অভিভাবক সদস্যদের প্রতি কটাক্ষ করে অশালীন আচরন করা, স্কুলের আভ্যন্তরিন সমস্যার বিষয়গুলো সভাপতিকে না জানানো ও নিজেই একক সিদ্ধান্ত নিয়ে কাজ করা সর্বপোরী সভাপতি সাহজাহান চৌধুরীকে অন্যায়ভাবে অপসারন করার লক্ষে গোপনে ষড়যন্ত্র থাকার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর নেহালগাঁও উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আরিফ হোসেনের বিরুদ্ধে ছাত্রী ইভটিজিং করার অভিযোগ এনে জনৈক ছাত্রীর মা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এ অভিযোগ দাখিলের কিছুক্ষন পরই ঐ ছাত্রীর মা তার অভিযোগটি প্রত্যাহার করে নেয়।
বিষয়টি সেখানেই নিষ্পত্তি হলেও চতুর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সভাপতিকে বেকায়দায় ফেলতে এলাকার কিছু মানুষ দিয়ে বিষয়টি পুনরায় উস্কে দেয় এবং গত ১২ অক্টোবর স্কুল খোলার দিন অফিস সহকারীর অপসারন দাবী জানিয়ে একটি মানববন্ধন করা হয়। স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আয়োজনে মানববন্ধনটি করা হলেও সে কর্মসূচীতে বহিরাগত লোকদের উপস্থিতি ছিল বেশী। স্কুলে এহেন ঘটনার বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি বা অন্যান্য সদস্যদের না জানিয়ে তিনি সাংবাদিকদের কাছে বিষয়টির জন্য সভাপতিকে এক তরফা দোষারপ করেন।
এ ঘটনার সংবাদ পেয়ে সভাপতি তাৎক্ষনিকভাবে একদিন পর ১৪ অক্টোবর একটি জরুরী সভার আয়োজন করলে সেখানেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মূল ঘটনাকে পাশকাটিয়ে সভাপতিকে অপসারন করতে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। সভাপতি ওই সভায় তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ খন্ডালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন উত্তেজিত হয়ে সভাপতি ও অন্যান্য সদস্যদের গালমন্দ করেন এবং সভাপতির অনুমতি ছাড়াই সভার কাজ সমাপ্ত করে চলে যান।
এব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি পরদিন ১৫ অক্টোবর নেহালগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করা সহ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওই পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য লিখিত অভিযোগ করা হয়েছে।

Spread the love