সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভালোবাসা

জাকিয়া তাবাস্সুম জুঁই

ভালোবাসার অর্থ কি

ছোট্ট এক বিন্দু ?

ভালোবাসার অর্থ হলো-

বিশাল এক সিন্ধু !

ভালোবাসার অর্থ কি

তোমায় শুধু চাওয়া ?

ভালোবাসার অর্থ হলো-

বিশ্বটাকে পাওয়া !

ভালোবসার অর্থ তুমি

কোন বোঝনা ?

আমার কাছে আছো তবু

আমায় পেলেনা !

Spread the love