সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভালো কাজের সমর্থন দিচ্ছি আবার মন্দ কাজের সমালোচনা করছি-এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,‘আমরা সরকারের সঙ্গে আছি। তাই বলে আমরা সরকারের মন্দ কাজে সমর্থন দিচ্ছি না। আমরা সরকারের ভালো কাজের সমর্থন দিচ্ছি। আবার মন্দ কাজের সমালোচনা করছি।

রাজধানীর বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে শনিবার বিকেলে ভারতের বিভিন্ন রাজ্যের তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বিজেপির নেতারা সাক্ষাত করতে গেলে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘বিরোধী দল মানে সংসদে ফাইল ছোড়াছুড়ি কিংবা রাজপথে জ্বালাও-পোড়াও করা নয়। বিরোধী দল মানে সরকারের গঠনমূলক কাজে সমর্থন ও মন্দকাজের সমালোচনা করা। আমরা এই কাজটিই করছি।’

এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ভারতের লোকসভার সদস্য ও তৃণমূল কংগ্রেস নেতা অধ্যাপক সৌগত রায়, ত্রিপুরার রাজ্যসভার বিরোধী দলের নেতা সুদীপ রায় বর্মন, বিজেপির মুখপাত্র এ্যাডভোকেট অরুণ কান্তি ভৌমিক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন দে, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।