রাজধানীর বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে শনিবার বিকেলে ভারতের বিভিন্ন রাজ্যের তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বিজেপির নেতারা সাক্ষাত করতে গেলে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘বিরোধী দল মানে সংসদে ফাইল ছোড়াছুড়ি কিংবা রাজপথে জ্বালাও-পোড়াও করা নয়। বিরোধী দল মানে সরকারের গঠনমূলক কাজে সমর্থন ও মন্দকাজের সমালোচনা করা। আমরা এই কাজটিই করছি।’
এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ভারতের লোকসভার সদস্য ও তৃণমূল কংগ্রেস নেতা অধ্যাপক সৌগত রায়, ত্রিপুরার রাজ্যসভার বিরোধী দলের নেতা সুদীপ রায় বর্মন, বিজেপির মুখপাত্র এ্যাডভোকেট অরুণ কান্তি ভৌমিক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন দে, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।