শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ভালো কাজ দেখাতে পারলেই খনি শ্রমিকদের পুরস্কার

একরামুল হক বেলাল,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরে পার্বতীপুর উপজেলায় মধ্যপাড়া কঠিন শিলা খনিতে উৎপাদন কাজে দক্ষতার পরিচয় দেওয়ায় গত সেপ্টেম্বর মাসের জন্য মনোনীত ১৪ জন খনি শ্রমিককে পুরস্কৃত করেছে জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম। গত ১৮ অক্টোবর বিকেল ৪ টায় উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতার স্বীকৃতিস্বরূপ এই শ্রমিকদের আর্থিক ভাবে পুরস্কৃত করা হয়েছে।

জিটিসি সুত্রে জানা গেছে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীতে পাথর উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা, ব্যবহার ,শৃংখলা ও সময়ানুবর্তিতার মূল্যায়নের ভিত্তিতে বাছাইকৃত সেরা শ্রমিকদের পুরস্কৃত করার পূর্ব ঘোষণার আলোকে গত সেপ্টেম্বর  ২০১৪ এর জন্য ১৪ জন শ্রমিক বাছাই পুর্বক সেরা শ্রমিক হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। এখানে উল্লেখ্য যে, জিটিসি-এর কার্যক্রমের শুরু হতেই প্রতিমাসে এ ধরনের আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। জিটিসি কর্তৃপক্ষ তাদের কার্যক্রম শুরু করার পর খনির উৎপাদন বৃদ্ধিকে বেশী গুরুত্ব দিয়েছে। পাশাপাশি এর কার্যক্রমের সাথে জড়িত খনি শ্রমিকদের কাজের উৎসাহ বাড়াতে উৎসাহ বোনাস,পুরস্কার সহ পদন্নোতির ব্যবস্থা করা হয়েছে। সুত্র আরো জানান খনি শ্রমিকদের কাজে উৎসাহ বাড়াতে ভবিষ্যতে তাদের জন্য আরো সুযোগ সুবিধা বাড়ানো হবে। পুরস্কৃত হওয়া খনি শ্রমিকরা জানান, আমরা দীর্ঘ কয়েক বছর ধরে খনিতে পাথর উত্তোলন কাজে নিয়োজিত আছি। এই প্রথম  জিটিসিই আমাদের কাজের মুল্যায়ন করে আমাদের উৎসাহিত করছে।

Spread the love