
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে অশুভ শক্তির কোন স্থান হবে না, এটি হবে দক্ষিণ এশিয়ার একটি শান্তিকামী দেশ। আরো বেশী করে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার আহ্বান জানিয়ে তিনি বলেন, অশুভ শক্তি প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরে জাতীয়তাবাদী চেতনার বাস্তবায়ন ঘটাতে হবে।
বাংলা একাডেমির সভাপতি প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সংস্কৃতি সচিব ড. রঞ্জিত বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বাংলা একাডেমির ফেলো ও আজীবন সদস্য, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, লেখক, প্রকাশক ও শিল্পীগণ অংশ নেন।
প্রধানমন্ত্রী খ্যাতিমান মূকাভিনেতা পার্থ প্রতীম মজুমদারকে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ এবং নয়জন বিশিষ্ট কবি, লেখক, গবেষক ও শিক্ষাবিদকে সাহিত্যের বিভিন্ন অঙ্গনে অবদান রাখার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে শেখ হাসিনা বাংলা একাডেমি চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শহীদ মিনার এলাকায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে সংস্কৃতি চর্চার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে তার সরকারের পরিকল্পনার কথা ঘোষণা করেন ।
একুশে গ্রন্থমেলাকে বাঙালি জনগোষ্ঠীর প্রেরণার উৎস হিসাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, লেখক, প্রকাশক ও নতুন প্রজন্মের চিন্তা-চেতনার বিকাশে এ মেলার অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং এখান থেকে তারা ভবিষ্যতের সঠিক দিক-নির্দেশনা লাভ করেন। তিনি বলেন, এ বছরই বইমেলার পরিধি সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।
শেখ হাসিনা জাতির দীর্ঘ সংগ্রামী ইতিহাসের উল্লেখ করে ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা স্মরণ করেন। তিনি ১৯৪৮ সালে পাকিস্তান জাতীয় পরিষদে বাংলাকে রাষ্ট্র ভাষা করার প্রথম দাবি উত্থাপনকারী ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের অবদানের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের গৌরবোজ্জ্বল অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বাংলা সাহিত্যে তার অবদান স্মরণ করেন। তিনি বলেন, ১৯৯৬ সালে তার সরকার অমর একুশের চেতনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে। প্রবাসী দুই বাংলাদেশীর সহায়তায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জন করে। একুশের চেতনা এখন বিশ্বময় ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, বিলুপ্তির হাত থেকে মাতৃভাষাকে রক্ষায় বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে।
প্রধানমন্ত্রী বাংলা সাহিত্যের জনপ্রিয় গ্রন্থগুলো অন্যান্য ভাষায় এবং একই ভাবে অন্যান্য ভাষার জনপ্রিয় গ্রন্থগুলোর বাংলাভাষায় অনুবাদ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তার সরকার বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে আমাদের মাতৃভাষাকে জাতিসংঘ মর্যাদা দিতে সক্ষম হবো।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মের প্রধান পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয় এবং অমর একুশে সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি পরিবেশন ও ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।