
ভাষার জন্য প্রাণ বিসর্জন দেয়া বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলা। ২১শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ভাষা আন্দোলনের ৬৩ বছর পূর্ণ হচ্ছে এ বছর। গৌরবের সাথে দিনটি পালন করে বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি বাঙ্গালী। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এটিএন বাংলা প্রতি বছরের মতো এ বছরও বিশেষ অনুষ্ঠানমালা স¤প্রচার করবে। ভাষা দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘একুশের পালাশ’। রুকসানা কবীর কাকলী’র পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা জাফর, রফিকুল আলম, কনক চাপা, ইভা রহমান এবং রুমানা ইসলাম। অনুষ্ঠানে শিল্পীরা ভাষা দিবস নিয়ে তাদের নিজেদের গাওয়া গান পরিবেশন করেছেন। শাকিলা জাফর গেয়েছেন ফেব্রুয়ারির ২১ তারিখ শিরোনামের গান। রফিকুল আলম গেয়েছেন একুশ তুমি শেষ হওনিতো, কনক চাপা গেয়েছেন যে দেশেতে শহীদ মিনার, ইভা রহমান গেয়েছেন কোথায় এমন হয়েছে লেখা এবং রুমানা ইসলাম গেয়েছেন আকাশের ওই লাল রং শিরোনামের গান। সঙ্গীতানুষ্ঠান ‘একুশের পালাশ’ প্রচার হবে ২১শে ফেব্রুয়ারি রাত ৮টায় এটিএন বাংলায়।