বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল- টাঙ্গাইলের সন্তোসে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।

এ উপলক্ষে আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ন্যাপ-ভাসানীর সভাপতি মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের পরিচালক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এডভোকেট বলরাম পোদ্দার।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা ও কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ।

সমাবেশে বলরাম পোদ্দার বলেন, মাওলানা ভাসানী কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেন নি। তিনি দেশের দুঃখী মানুষের জন্য রাজনীতি করেছেন।

নতুনধারা বাংলাদেশ নামে একটি সংগঠন ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর তোপখানা রোডস্থ সংগঠনের কার্যালয়ে ‘তারুণ্যের রাজনীতিতে ভাসানীর অবদান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস-চেয়ারম্যান শান্তা ফারজানা।
প্রসঙ্গত মাওলানা ভাসানী পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের মানুষের কাছে তিনি মজলুম জননেতা হিসেবে পরিচিত। তিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন। দেশের মহান মুক্তিযুদ্ধে মাওলানা ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ইন্তেকাল করেন তিনি।

Spread the love