
মাহবুবুল হক খান, দিনাজপ্রর প্রতিনিধি : সাম্প্রদায়িক বক্তব্য দেয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে গীতা সংঘ নামের একটি সংগঠন। বুধবার দুপুরে সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
এ দিকে ভর্তি পরীক্ষায় ডিজিটাল কারচুপির অভিযোগে দুই ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ভিসির পদত্যাগ দাবীতে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য ডাকা ছাত্র ধর্মঘটর অব্যাহত রয়েছে। ছাত্র ধর্মঘটসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানবন্ধন, বিক্ষোভ ও সভা-সমাবেশ কর্মসূচী পালনের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে। ধর্মঘটে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ ছাত্ররা উৎকন্ঠায় রয়েছে। অজানা আতঙ্কে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর হাবিপ্রবির ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সময় রংপুরের পীরগাছা এলাকার আবুল হোসেন লিটন নামে একজনকে অটক করে দায়িত্বরত শিক্ষক। পরে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে হাবিপ্রবি’র কর্তৃপক্ষ বিকেলে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি ছাত্রলীগ শাখার সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বহিষ্কার করে। এর পর থেকে ছাত্রলীগসহ ছাত্র সংগ্রাম পরিষদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।