
মোঃ মিজানুর রহমান মিজান : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র ২ ছাত্রলীগ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার ও ভিসি’র পদত্যাগের দাবিতে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদ। এই ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাশ-পরীক্ষা বন্ধ থাকার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের এই সংগঠনের নেতারা।
রোববার সকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসসহ পার্শ্ববর্তী দিনাজপুর-ঢাকা মহাসড়ক অতিক্রম করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে তারা আধাঘন্টা প্রতীকী ছাত্র ধর্মঘট পালন করে।
এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর রুহুল আমিন এবং ছাত্র ও পরামর্শ বিভাগের কর্মকর্তা শাহাদৎ হোসেন খান লিখনের কুশপুত্তলিকা দাহ্য করে। পরে তারা প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দেয়।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১২ দিন যাবৎ ২টি দাবির বিষয়ে শিক্ষার্থী আন্দোলন করলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন করছে না। কর্তৃপক্ষ তাদের হটকারী সিদ্ধান্ত থেকে সরে না এসে বরং তারা ছাত্রদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করছে। যতদিন পর্যন্ত ভিসি প্রফেসর রুহুল আমিন, সাম্প্রদায়িক শিক্ষক আনিস খান এবং ছাত্র ও পরামর্শ বিভাগের কর্মকর্তা শাহাদৎ হোসেন খান লিখনের পদত্যাগ হবে না ততদিন পর্যন্ত ছাত্র ধর্মঘট অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচী চলাকালে নবগঠিত ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ও ছাত্রলীগ সভাপতি ইফতেখারম্নল ইসলাম রিয়েল, সদস্য সচিব ও ভেটেনারী ষ্টুডেন্ট ফেডারেশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সদস্য এসএম জাহিদ হাসান, সাকিবা তাবাসসুম হক, মনিরম্নল ইসলাম মনি, মামুন-উর রশিদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটনসহ বিভিন্ন অনুষদিয় কমিটির নেতা ও সন্মিলিতি সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উলেস্নখ্য, গত ৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০৩ নং কক্ষে অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সময় রংপুরের পীরগাছা এলাকার আবুল হোসেন লিটন নামে একজনকে অটক করে দায়িত্বরত শিক্ষক। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাবিপ্রবি’র কর্তৃপক্ষ বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি শাখার ছাত্রলীগের সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বহিস্কার করে। ওই ২ ছাত্রলীগ নেতাকে বহিস্কারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৪ নভেম্বর মঙ্গলবার রাত থেকে প্রশাসনিক ভবন ঘেরাও, বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে আসছে।