বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু: হাসপাতাল ভাংচুর

Chirirbandarরফিকুল ইসলাম : চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভুল চিকিৎসা ও দায়িত্বের অবহেলায় রম্নমান সরকার নামে এক শিশুর কেন্দ্র করে এলাকাবাসী হাসপাতাল ভাংচুর করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

মঙ্গলবার সকালে এ ভাংচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে ৫ সদস্য বিশিষ্ট তদমত্ম কমিটি গঠন করা হয়েছে। নিহত শিশু চিরিরবন্দ উপজেলার দক্ষিন সুখদেবপুর গ্রামের জামিল সরকারের ছেলে।

নিহতের বাবা জামিল ইসলাম জানান, জ্বরের ও পাতলা পায়খানার কারনে মঙ্গলবার ভোর ৬ টার দিকে তার শিশু পুত্র রুমান সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির ২ঘন্টা পর ডাঃ আব্দুল মজিদ সরকার ইনজেকশন দেয়া  সাথে সাথে শিশু রুমান সরকার মৃত্যু হয়।

শিশু পুত্র রম্নমানের মৃত্যুর সংবাদ জড়িয়ে পড়লে গ্রামের কয়েক শতাধিক মানুষ হাসপাতাল ঘেড়াও করে এবং হাসপাতালের দরজা জানালার কাচ ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও শান্ত করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, রোগীর অবস্থা আশংকাজনক হওয়ার ইনজেকশন দেয়ার সাথে সাথে মৃত্যুর কোলে ঢুলে পড়ে।

চিরিরবন্দর থানার ওসি সুমন (তদন্ত ) জানান, শিশু রুমান মারা যাওয়ার সংবাদ পেয়ে শতাধিক মানুষ হাসপাতাল চত্বরে অবস্থান নেয়। তাদেরকে সুষ্ঠু বিচারের আশ্বস্ব করলে তারা ফিরে যায়। শিশু রুমানের লাশ স্বজনদের নিকট হসত্মামত্মর করা হয়েছে। এ ব্যাপারে এখনও মামলা দায়ের করা হয়নি বলে তিনি জানান।