দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের নিমনগর বাসস্ট্যান্ডের নিবেদিতা ক্লিনিক ভাংচুর করেছে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে বিক্ষুদ্ধ জনতা।
মৃত শিশু জান্নাতুন (৪ দিন) দিনাজপুর শহরের মির্জপুর এলাকার মোঃ হোসেন এর কন্যা। গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশু কন্যার মা মনিরা বেগম সাংবাদিকদের জানান, নিবেদিতা ক্লিনিকে গত ১জুলাই ডেলিভারি করানোর জন্য ভর্তি হয় দিনাজপুরের মির্জাপুর এলাকার মোঃ হোসেনের স্ত্রী মনিরা বেগম। মনিরা বেগম এর সিজার করে একটি কন্যা সমত্মানের জন্ম দেন। শিশু জান্নাতুনকে ওই দিন দিবাগত রাতে একটি ইনজেকশন দিলে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপরেই ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা সটকে পড়ে।
মৃতের ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ক্লিনিক ভাংচুর করার সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।