শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ভেজাল কীটনাশক প্রয়োগ সৈয়দপুরে ৫০ একর জমির ফসল নষ্ট, অর্ধ কোটি টাকার ক্ষতি

মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে ভেজাল কীটনাশক প্রয়োগের ফলে ৩৫ কৃষকের প্রায় ৫০ একর জমির ফসল নষ্ট হওয়ার অভিযোগ মিলেছে। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে উপজেলা কাশিরাম বেলপুকুর ইউনিয়নে। এ ব্যাপারে তিগ্রস্থ কৃষকরা কীটনাশক ঔষধ বিক্রেতার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থাসহ তিপূরণ আদায়ে উপজেলা কৃষি অফিসসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কৃষকরা তাঁদের জমিতে হাইব্রিড, ইরাটন, ২৮, ২৯ ও জাগরণ ধানের চাষাবাদ করেন। ধান রোপনের ২০দিন পর জমির ঘাস মাড়তে ওই এলাকায় সিপাইগঞ্জ বাজারের জাহাঙ্গীরের দোকানে যায় ঔষধ কেনার জন্য। এসময় দোকানী তাঁদের ঘাস মারার জন্য অরনেট-২০ (এস এ এম এগ্রো কেমিক্যাল, ঢাকা) ওষুধ কৃষকদের দেয়। কৃষকরা ওষুধ পেয়ে তাঁদের জমিতে প্রয়োগ করার ২দিন পরই প্রায় ৫০ একর জমিতে রোপণকৃত সব রোপাই নষ্ট হয়ে যায়।

কৃষক আমিনুল ইসলাম, সেকেন্দার মেম্বার ও শ্রী রমানাথ রায় সাংবাদিকদের জানান, ওষুধ কেনার পূর্বে তাঁরা দোকানীকে বলেন, ভালো ওষুধ দেওয়ার জন্য। কিন্তু দোকানী জাহাঙ্গীর যে ওষুধটি তার জমিতে প্রয়োগ করেনি সেই ওষুধই কৃষকদের দিয়েছেন। যার ফলে ওই এলাকার ৫০একর জমির সব ফসলই পুড়ে গেছে। কৃষি কর্মকর্তারা যদি নিয়মিত তাঁদের দেখাশোনা করতেন তাহলে এতটা তি হতো না বলে তাঁরা মন্তব্য করেন।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলার কৃষকলীগের সভাপতি পিকে সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, ভেজাল ঔষুধ যাতে করে কৃষকদের কাছে বিক্রি করা না হয় এজন্য কীটনাশক বিক্রেতাদের সতর্ক করার জন্য বিএস আবু তালেব আহসান হাবিব ও উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা মন্ডলকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তাঁরা অনুরোধের তোয়াক্কা না করার ফলেই কৃষকদের ৫০ একর জমির ফসল নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট দফতরের উর্ধতন কর্তৃপরে যথাযথ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান তিনি।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা মন্ডল জানান, ভেজাল ঔষধ প্রয়োগে কৃষকদের ফসল নষ্ট হয়েছে কিন্তু সিপাইগঞ্জ বাজার চেনেন না বলে সেখানে যেতেও পারছেন না বলে জানান। এ প্রতিবেদককে কৌশলে ম্যানেজ করার চেষ্টা করছেন।