শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভোটার হওয়ার সুযোগ ১ জানুয়ারি পর্যন্ত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হলেও প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি, তাদের জন্য ২০১৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রেখেছে নির্বাচন কমিশন। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় পরিদর্শন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পর্কে আলোচনাকালে মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
জাবেদ আলী বলেন, যারা ইতোমধ্যে কোনো কারণে ভোটার হতে পারেননি, তারা জেলা ও উপজেলা নির্বাচন অফিসারের কাছে ভোটার তালিকা রিভাইজিং করার আপত্তি জানিয়ে ভোটার হতে পারবেন। তবে এক্ষেত্রে স্থায়ী বাসিন্দার সনদ ও যে কারণে হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি, সে কারণ ব্যাখ্যা করে নিজ পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
জাতীয় পরিচয়পত্র বা ভোটার কার্ড নকল করার প্রবণতা সম্পর্কে তিনি বলেন, নকল কার্ড শনাক্তে ‘এএফআইএস’-এর ব্যবস্থা রয়েছে। তবে আগামী কয়েক বছরের মধ্যে স্মার্ট কার্ড চালু হবে, তখন নকলপ্রবণতা অনেকটাই কমে যাবে। এ সময় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বকশী, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ্ আহাম্মদ, জেলা নির্বাচন অফিসার রাসেদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ্ উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাসুদুল হকসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে বেলা কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভার আয়োজন করা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী। কুমিল্লা জেলার ১৬টি উপজেলার নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কমিশনার রাশেদুল ইসলাম।

Spread the love