মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভৌগোলিক কারণেই হিলি সীমান্তে চোরাচালান রোধ করা যাচ্ছে না-বিজিবি মহাপরিচালক

হিলি প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহা-পরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ বলেছেন, হিলি সীমান্ত এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে, যার কারণেই সীমান্তে চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। ফলে ভারত থেকে সহজেই ট্রেনে এবং দেশের অভ্যন্তরে ভারতীয় মাদকসহ বিভিন্ন পণ্য পাচার হয়ে আসছে। এক্ষেত্রে স্থানীয় মানুষ ও গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
তবে সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন বলে তিনি দাবী করেন। বুধবার রাতে হিলি সীমান্তের বাসুদেবপুর বিওপি ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় তাঁর সাথে ছিলেন, বিজিবি’র রংপুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ আহম্মেদ, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং, জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার।
জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, গতকাল বুধবার (২৬ নভেম্বর/১৪ইং) রাত ৭টার দিকে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন শেষে ঠাকুরগাঁও যাওয়ার পথে বাসুদেবপুর বিজিবি ক্যাম্প পরিদর্শনে আসেন মহা-পরিচালক। এসময় ক্যাম্পে বিজিবি’র একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি ক্যাম্প ঘুরে দেখেন এবং ক্যাম্পের গোলঘরে দিনাজপুর ও জয়পুরহাট বিজিবির কর্মকর্তাদের সাথে কিছুক্ষণ বৈঠক করেন। রাত সাড়ে ৭টার দিকে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন।

Spread the love