
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম সরকার বলেছেন সেবা প্রদানকারী সংস্থা ও সেবা গ্রহণকারীদের মধ্যে সমন্বয় করতে হবে। সরকার সেবা দিতে আগ্রহী এবং সেবা গ্রহণকারীরা সেবা নিতে প্রস্ত্তত। এই পথকে সুগম করতে সেবা প্রাপ্তি এবং সেবা প্রদানকারী সংস্থাকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। নির্যাতনের শিকার নারীরা কোন সেবা থেকে বঞ্চিত না হওয়ায় সে ক্ষেত্রে উক্ত সংগঠনগুলোর সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার সজাগ দৃষ্টি রাখতে হবে।
গতকাল সোমবার মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র হল রম্নমে জেএসকেএস এবং এমবিএসকে’র আয়োজনে এবং ঊষা ইউনিটি ফর সোসস্যাল এন্ড হিউম্যান এ্যাকশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নির্যাতনের শিকার নারীর জন্য সেবা প্রাপ্তির পথ সুগম করার লক্ষ্যে থানা, আদালত ও হাসপাতালের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি সম্মানিত অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন। জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোসত্মফা কামালের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র এএসপি সার্কেল হাসানুজ্জামান মোল্লা, এপিপি নারী ও শিশু নির্যাতন দমন আদালত মোঃ শফিজুর রহমান। স্বাগত বক্তবঃ্য রাখেন এমবিএসকে’র উপ-নির্বাহী মোঃ খালেদ মোশাররফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঊষ সংস্থার ফিল্ড অফিসার মোঃ আব্দুল খালেক খান, বিশিষ্ট রাজনীতিবিদ মতলুবুর রহমান, শিক্ষক মোঃ আজিজুর রহমান। মুক্ত আলোচনা করেন লিপি বেগম, সুমি বেগম, শাহিনুর বেগম, শারমিন আক্তার, ইউপি সদস্যা- মোছাঃ কুলসুম বানু ও দিপ্তী রানী রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এমবিএসকে’র মোর্শেদা পারভীন মলি ও জেএসকেএস’র মর্জিনা খাতুন রম্নপা। উক্ত মতবিনিময় সভায় সুন্দরবন ইউনিয়ন, ফাজিলপুর ইউনিয়ন, শংকরপুর ইউনিয়ন, শেখপুরা ইউনিয়নের সুবিধাভোগীরা অংশগ্রহণ করে।