শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ ও শোলাকিয়ায় হামলায় যারা মদদ দিয়েছে ও হামলার পেছনে ছিল, তাদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

সচিবালয়ে নিজ দপ্তরে শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এই ঘটনার সঙ্গে জড়িত বলে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আগুন-সন্ত্রাস করে যারা সরকারকে পর্যুদস্ত করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়ে গুপ্তহত্যায় লিপ্ত হয়েছিল। তারাই টার্গেট কিলিং করছে। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। সরকার এগুলো মোকাবিলা করে চলছে এবং সফল হচ্ছে।’

তিনি বলেন, ‘এরই মধ্যে আমাদের হাতে পুরোপুরি তথ্য এসেছে। একটি বিশেষ গোষ্ঠী এর সঙ্গে জড়িত। তবে তদন্তের স্বার্থে এ ব্যাপারে এর বেশি কিছু এখনই বলা যাচ্ছে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিশা দেশাই বিসওয়াল কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। তথ্য আদান-প্রদানসহ সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি ক্ষেত্রে কি ধরনের সহযোগিতা প্রয়োজন, সরকার এখন সেটাই খতিয়ে দেখছে। এরপরই বলা সম্ভব হবে যে আমেরিকার কতটুকু সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন। নিজেদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তারপর সহযোগিতা চাওয়া হবে।’

মন্ত্রী এ সময় তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান এবং ফ্রান্স হামলার বিষয়েও কথা বলেন। তিনি সব ধরনের হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘এটা একটা গ্লোবাল থ্রেট। সন্ত্রাসীদের হামলা থেকে এখন কোনো দেশই নিরাপদ নয়। এসব হামলা সবাইকে এক জোট হয়ে মোকাবিলা করা উচিত।’