দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের মধ্যপাড়া কঠিনশীলা প্রকল্পের মাইনিং শ্রমিকদের দক্ষতা সততা ও দায়ীত্ব পালনের কর্তব্য পরায়ন এর উপর ভিক্তি করে, দক্ষ শ্রমিকদের মাসিক পুরুস্কার প্রদান শুরু করেছে , মধ্যপাড়া কঠিনশীলা প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাষ্ট কনসোডিয়াম কোম্পানী জিটিসি।
বুধবার থেকে গত অক্টোবর মাসের কর্ম দক্ষতার উপর ভিক্তি করে বিভিন্ন বিভাগ থেকে ১৭ জন শ্রমিককে স্রেষ্ট শ্রমিক নির্বাচন করে তাদের কে এই পুরুস্কারের অর্থ দেয়া হয়েছে।
পুরুস্কার প্রাপ্তরা হলেন, ক্রাসিং অপরেটর তরিকুল ইসলাম, কনভেয়ার অপরেটর আলাউদ্দিন,স্কানিং অপরারেটর রুবেল ইসলাম, হেলপার সুলতান মাহমুদ, মামুন সরকার স্টিমিং মিক্স মেকার মমিনুল ইসলাম,হেলপার মাসুম সরকার, ব্লক মেক অপরেটর সাইফুল ইসলাম, মেকানিক মোস্তাফিজুর রহমান,স্কীম সেপান্ডার গোলাম আযম, মিনিং মেক অপরেটর রবিউল ইসলাম, ইলেক্ট্রশিয়ান জিয়াউর রহমান, স্টীপিং আব্দুল কাদের,শরিফুল ইসলাম,শ্রমিক ফারুক হোসেন, মেজবাহুল করিম,শামিম হোসেন।
জিটিসি এর মহাব্যাবস্থাপক জাবেদ সিদ্দিকি জানায় প্রতিমাসের কাজে শ্রমিকদের কর্মদ্খতা দায়ীত্বশীলতা শংখলা ও সময়মত কাজে যোগদানের উপর ভিক্তি করে বিভিন্ন বিভাগ থেকে স্রেষ্ঠ শ্রমিক নির্বাচন করে তাদেরকে আর্থিক ভাবে পুরুস্কার প্রদান করাহয়।
পুরুস্কার হাতে নিয়ে শ্রমিকরা জানায়, আমরা শুরু থেকে মধ্যপাড়া খনিতে কাজ করছি, কিন্তু ইতিপুর্বে আমাদের ভাল কাজের কোন মুল্যায়ন করা হয়নি। এখন জিটিসি খনিটির উৎপাদন ও রক্ষনা-বেক্ষনার দায়ীত্ব নেয়ার পর আমাদের ভাল কাজের মুল্যায়ন করা হচ্ছে এতে আমাদের কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।