বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মধ্যপাড়া কঠিন শিলা খনিতে দিন দিন অবিক্রিত পাথরের মজুদ বাড়ছে

শেখ সাবীর আলী ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের উত্তেলিত অবিক্রিত পাথর নিয়ে বিড়ম্বনার শিকার হয়েছে খনি কর্তৃপরাখার জায়গা না থাকলেও দিন দিন বাড়চ্ছে অবিক্রিত পাথরের মজুদখনি সূত্রে জানা গেছে বর্তমানে অবিক্রিত পাথরের পরিমান ৫ লাখ মে.টনপাথরের পরিমাণ দিন দিন আরোও বৃদ্ধি পাচ্ছে

জানা গেছে বর্তমানে মধ্যপাড়া খনিতে জার্মানিয়া ট্রাষ্ট কনসোডিয়াম জেটিসি পাথর উত্তোলনের দায়ীত্ব নেয়ার পর থেকে ৩ শিপ্টে পাথর উত্তোলন শুরু করেএতে প্রতিদিন ৩ থেকে সাড়ে ৩ হাজার মে,টন পাথন উত্তোলন হচ্ছে, কিন্তু সেই পরিমাণ পাথর প্রতিদিন বিক্রি না হওয়ায় প্রতিদিনে অবিক্রিত পাথরের মজুদ বৃদ্ধি পাচ্ছে

অবিক্রিত পাথরের মজুদ বৃদ্ধি হওয়ার কারণ হিসাবে খনি কর্তৃপ চলমান হরতাল অবোরোধকে দায়ী করলেও পাথর বিক্রি ডিলারেরা বলেছেন ভিন্ন কথাবলছেন খনি থেকে ৫ প্রকার পাথর উত্তোলন হয়, যেমন ০৫/২০মিমি, ২০/৪০মিমি, ৪০/৬০মিমি, ৬০/৮০মিমি ও বোল্ডারবাজারে বেশির ভাগ সময় ০৫/২০ সাইজের পাথর বেশি চাহিদা থাকে, কিন্তু বোল্ডারের চাহিদা সব সময় থাকে না, এছাড়া খনি থেকে রেলওয়েতে পাথর পরিমামের ডায়ানামিক যন্ত্রটি দির্ঘদিন থেকে বিকল হয়ে পড়ে থাকলেও এখন পর্যন্ত তা সচল হয়ে উঠেনিফলে নানাবিধ অসুবিধায় ক্রেতারা এখান থেকে পাথর অনীহা প্রকাশ করছে

এ বিষয়ে মধ্যপাড়া গ্রনাইড মাইানং কোম্পানীর মহাব্যাবস্থাপক মীর আব্দুল হান্নান বলেন, চলন্তগতিতে পাথর পরিমাপের যন্ত্র ডায়ানামিক যন্ত্রটি ২০১৩ সালে বর্জপাতের কারণে বিকল হয়ে যায়, কিন্ত ওই বছরের শেষে খনিটির উত্তোলন ও রা-বেণের জন্য বেসরকারী কোম্পানী জিটিসির সঙ্গে চুক্তি হওয়ায় ঐ যন্ত্রটি মেরামতের দায়ীত্ব তাদের নিকট অর্পন করা হয়, তারা বিদেশ থেকে প্রকৌশলী এনে তা মেরামত করার সিদ্ধান্ত নিয়েছে বিধায় অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবেতিনি বলেন মধ্যপাড়া খনির পাথর যে কোন পাথরের চেয়ে অনেক উন্নত মানের এবং এখান থেকে পাথর পরিবহন করতেও খরচ অনেক কম, ফলে মধ্যপাড়া খনিটি থেকে দেশিয় কোম্পানী পাথর কিনলে বৈদেশিক মুদ্রার অপচয় রোধ হয়এইজন্য তিনি মধ্যপাড়ার পাথর প্রতিটি প্রকল্পে ব্যবহার করার পরামর্শ দেন