দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিঃ এর মুল ফটক চত্বরে র্জামানীয়া টেষ্টি কনসোডিয়াম(GTC) মধ্যপাড়া খনি এলাকায় গত রোববার ১২ জানুয়ারী সকালে ১ হাজার নারী ও পুরুষের মাঝে জার্মানীয়া কর্পোরেশন লিঃ এর মহাব্যবস্থাপক মোঃ জাবেদ সিদ্দিক শীতার্তদের হাতে শীত বস্ত্র তুলে দেন।
জার্মানীয়া টেষ্টি কনসোডিয়াম সাথে মধ্যপাড়া কঠিন শিলা খনির ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট এবং উৎপাদান চুক্তি হওয়া এই কোম্পানীটি খনি এলাকার মানুষের জীবন জীবিকার কথা বিবেচনা করে এলাকার দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে ১ হাজার কম্বল বিতরন করেন। উক্ত কম্বল বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জার্মানীয়া কর্পোরেশন লিঃ এর জি,এম মোঃ জাবেদ সিদ্দিক। বিসিষ্ট ব্যাক্তিবগ,র্ রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন শাহ সহ জার্মানীয়া কর্পোরেশনের কর্মকর্তা গন।