
দিনাজপুরের মধ্যপাড়া গ্রাইন মাইনিং কোম্পনী লি. মধ্যপাড়া কয়লা খনির উৎপাদন চুক্তিবদ্ধ প্রতিষ্টান জিটিসি তাদের অধীনে ভূ-গর্ভস্থ্য ও উপরীভাগে কর্মরত খনি শ্রমিকদের আসন্ন ঈদ উপলক্ষে ঈদ বস্ত্র হিসেবে পায়জামা-পাঞ্জাবী এবং ঈদের বোনাস সহ অগ্রিম বেতন প্রদান করেছে।
জিটিসি সুত্র জানায়, আজ বুধবার দুপুরে খনির ওয়েল ফেয়ার ভবন চত্বরে জার্মানিয়া ট্রেষ্ট কনসোডিয়ামের মহা ব্যাবস্থাপক জাবেদ সিদ্দিক তাদের অধীনে খনির ভু-গর্ভস্থ্য ও উপরীভাগে কর্মরত প্রায় ৫ শত শ্রমিকের হাতে ঈদ বস্ত্র হিসেবে পায়জামা পাঞ্জাবী তুলে দেন। একই সাথে তাদেরকে ঈদ বোনাস এবং জুলাই মাসের বেতন দেওয়া হয়।
খনি শ্রমিক মাহফুজ জানান, দীর্ঘ দিন খনিতে চাকুরী করলেও এই প্রথম তাদেরকে ঈদে পায়জামা পাঞ্জাবী দেওয়া হলো। জিটিসি চলতি বছরের মধ্যপাড়া খনির ম্যানেজমেন্ট ও উৎপাদন কাজ হাতে নেওয়ার পর দুই শিফটে উৎপাদন চালু করার ফলে খনির উৎপাদন আগের চেয়ে দ্বিগুন বেড়েছে। খনিতে আর নেই কোন শ্রমিক অসন্তোষ।