
রমেন বসাক, ষ্টাফ রিপোর্টার, হাকিমপুর (দিনাজপুর) :
দিনাজপুরের হাকিমপুরের বোয়ালদাড় ইউপি’র হাতিশোঁও গুচ্ছ গ্রামের রুস্তম আলীর স্ত্রী মনিজা বিবির (৪৫) বাম পার্শের ভাল্বটি সম্পূর্নরুপে অকেজো হয়ে পড়েছে। তাঁর চিকিৎসক রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ইকো-কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. শাহাদত হোসেন এটি প্রতিস্থান করার জন্য তাঁকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনিষ্টিটিউটের ওপেনহার্ড সার্জারী বিভাগে প্রেরন করেন।
এই অস্ত্রপচারটি সম্পর্ন করতে প্রায় ২ লক্ষ টাকা প্রয়োজন বলে তিনি জানান। কিন্তু রুস্তম আলী পঙ্গু ও উপার্জনহীন হওয়ায় তাঁর পক্ষে এ অর্থের যোগান দিতে না পারায় সে সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা, অগ্রণী ব্যাংক হাকিমপুর শাখা চলতি হিসাব নং-০২০০০০৩৮৮৬৭৯৯ ও বিকাশ নং-০১৭৩৬২০৩৯৭৯।