শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বৃদ্ধি পাচ্ছে হাঁস পালন

পঞ্চগড়ে হাঁস পালন এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বলতে গেলে হাঁস পালনে নীরব বিপ্লব সৃষ্টি হয়েছে। অনেকেই হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছে। এর অন্যতম কারণ এতে পুঁজি লাগে কম। লাভ বেশি। অর্থাৎ কম মূলধনে বেশি লাভ। জেলার দেবীগঞ্জ উপজেলার মাঝাপাড়া গ্রামের মো. আজিজুল ইসলাম তার বাড়িতে গবাদি পশুর ফার্ম শুরু করেন বেশ কিছুদিন আগে। কিন্তু নানাবিধ রোগে আক্রান্ত হয়ে গবাদি পশুগুলো মারা যায়। এতে আজিজুল ইসলাম অর্থনৈতিকভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। এরপর তিনি হাঁসের খামার করার পরিকল্পনা গ্রহণ করেন। সে অনুযায়ী আজিজুল পাবনা থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করেন এবং হাঁসের খামার গড়ে তোলেন। যথারীতি পরিচর্যার মধ্য দিয়ে হাঁসের বাচ্চাগুলো বড় হয় এবং তা আশপাশের গ্রামে বিক্রি করতে শুরু করেন। এতে আজিজুল অর্থনৈতিভাবে লাভবান হন।
আজিজুলের সাফল্য দেখে দেবীগঞ্জ ও আশপাশের উপজেলার অনেকেই হাঁসের খামার করতে উৎসাহিত হন। আজিজুল জানান, মাঝখানে অজ্ঞাত রোগে তার প্রায় এক হাজারেরও বেশি হাঁসের বাচ্চা মারা যায়। বর্তমানে তার খামারে কয়েক শতাধিক হাঁস রয়েছে। এরপরও তাকে লোকসান গুণতে হবে না। এলাকার অপর হাঁসের খামারের মালিক হামিদুর রহমান জানান, তিনি প্রথমে ছোট আকারে খামার গড়ে তোলেন। হাঁস পালনে লাভ ভালো হওয়াতে তিনি খামারের পরিসর বাড়াচ্ছেন।
উপজেলা লাইভস্টক অফিসার ডা. অমল চন্দ্র জানান, হাঁস পালন লাভজনক। খামারীরা ইচ্ছে করলে হাঁসের খামার গড়ে তুলতে পারেন। এতে পশু পালন বিভাগ সহযোগিতা করবে। হাঁস পালনের মাধ্যমে ডিমের সরবরাহ বৃদ্ধি করা সম্ভব। উল্লেখ্য, হাঁসের ডিমে প্রচুর পুষ্টি রয়েছে এবং দেশে ডিমের পর্যাপ্ত চাহিদাও রয়েছে। তাই বাণিজ্যিকভাবে হাঁস পালন লাভজনক।

Spread the love