
মন্ত্রিসভা থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবুদল লতিফ সিদ্দিকীকে অপসারণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদের জারি করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
রবিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করার পর এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, লতিফ সিদ্দিকীর নিয়োগের অবসান হওয়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে চলে যাবে। এ বিষয়ে নতুন করে আর কোন প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রি পরিষদ সচিব জানান, আজ দুপুরে মন্ত্রিসভা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীর অপসারণ সংক্রান্ত ফাইলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সই করার পর পরই মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।
তিনি বলেন, সংবিধানের ৫৮ অনুচ্ছেদের(২) দফা অনুযায়ী লতিফ সিদ্দিকীর মন্ত্রী পদে নিয়োগের অবসান ঘটানোর জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী ৫৮ অনুচ্চেদের(১) দফার গ উপদফা অনুসিরে মন্ত্রী পদের নিয়োগের অবসান ঘটানোর নির্দেশ প্রদান করেন। তার ভিত্তিতেই এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এ প্রজ্ঞাপনে বা ব্রিফিংকালে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত গত ২৯ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্রের টাঙ্গাইল জেলা সমিতির মতবিনিময় অনুষ্ঠানে ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কটূক্তি করেন। এর পর তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে তাকে অপসারণের দাবি ওঠে। এর পর পরই তাৎক্ষীণকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করার ঘোষণা দেন।