
আব্দুর রাজ্জাক, দিনাজপুর ॥ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য, মরহুম জননেতা এম. আব্দুর রহিম এ্যাডভোকেট এঁর ৯৬তম জন্মদিন পালন করেছে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ।
২১ নভেম্বর মঙ্গলবার মরহুম জননেতা এম. আব্দুর রহিম এ্যাডভোকেট এঁর ৯৬তম জন্মদিন উপলক্ষ্যে বাদ মাগরিব দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধু ও তাঁর শহিদ পরিবারসহ মরহুম জননেতা এম. আব্দুর রহিম এ্যাডভোকেট এঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. নেসার আহমেদ।