বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মসজিদের জায়গা দখল করে নির্মিত স্থাপনা নিজেরাই ভেঙ্গে অন্যের নামে মামলা

মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রৃতিনিধি : মসজিদের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় অবৈধ ওই স্থাপনা দখলকারীরা নিজেরাই ভেঙ্গে ফেলে উল্টো প্রতিবাদকারী মুসুল্লীদের বিরুদ্ধেই মামলা করেছে। এতে নাজেহাল হচ্ছে সাধারণ ধর্মপ্রাণ মানুষগুলো। এ ঘটনা ঘটেছে সৈয়দপুরের অদূরে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা ফতেজংপুর ইউনিয়নের দোলাপাড়া এলাকায়।

জানা যায়, দীর্ঘ প্রায় কয়েক যুগ থেকে প্রতিষ্ঠিত ওই এলাকার একটি মসজিদের সামনের খোলা জায়গা দখল করে পার্শ্ববর্তী রেজাউল। এর প্রতিবাদ করায় একসময় মুসুল্লীদের সাথে হাতাহাতি হয়। এর পর গভীর রাতে রেজাউল ওই জায়গায় স্থাপনা নির্মাণ করে। এর প্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকাবাসী চিরিরবন্দর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করে। থানার এসআই আব্দুর রহিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। তার তদন্ত রিপোর্ট দেয়ার আগেই গত ৬ মার্চ শুক্রবার দখলবাজরা ওই স্থাপনা ভেঙ্গে ফেলে উল্টো প্রতিবাদকারী মুসুল্লীদের বিরুদ্ধে মামলা করে। মামলায় আসামী করা হয়েছে ওই এলাকার ইউপি মেম্বার এমদাদুল হক, ওয়েজ কোরেনী, বিদ্যুৎ শাহজাহান, বেলাল, হান্নান, আতিকুর, আনোয়ার ও আবু বক্কর সিদ্দিকীকে। এই মিথ্যে মামলার কারণে নিরিহ মুসুল্লীসহ সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। সচেতন মহল এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য হচ্ছে মসজিদের মত বিষয় নিয়ে মিথ্যেচারকারী ও জায়গা দখলকারীদের প অবলম্বন করে নির্দোষ মানুষগুলোকে হয়রানীর করার জন্যই এই মামলা নিয়েছেন তিনি।