
মহান অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে উপজেলা শহীদ মিনারে বীরগঞ্জ পাবলিক লাইব্রেরীর পক্ষে সভাপতি প্রভাষক দেবাংশু দাশ রানা এবং সাধারণ সম্পাদক প্রভাষক মো: লতিফুর রহমান ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।সকাল ৬টায় লাইব্রেরী হতে প্রভাত ফেরীর মধ্য দিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। লাইব্রেরী সকল সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ সাংবাদিক, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাত ফেরীতে অংশগ্রহণ করে।