আজ সোমবার থেকে শুরু হলো মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়ের মাস ডিসেম্বর। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রমহানির মাধ্যমে অর্জিত স্বাধীনতার সাক্ষর এবারের বিজয়ের মাস বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হবে। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্টতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্যদিয়ে বাঙ্গালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্নসাধ পূরন হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখন্ড। আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা।
এদিকে বিজয়ের মাসের ১ম দিনেই বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করবে। সন্মিলিত আওয়ামী সমর্থক গোষ্ঠী বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে রবিবার বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ও মানববন্ধন, মোমবাতি প্রজ্জ্বলন ও জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি গ্রহন করেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আজ দুপুরে শাহবাগ চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে।
ন্যাশনাল এফ এফ ফাউন্ডেশন আজ বিজয়ের মাসের ১ম দিন মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে শিখা চিরন্তন পর্যন্ত বিজয় র্যালি বের করবে। মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি সকাল ৭টা ৩০ মিনিটে মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে শ্রদ্ধা নিবেদন এবং সকাল সাড়ে ৯টায় শাহবাগ প্রজন্ম চত্বর থেকে শিখা চিরন্তন অভিমুখে বিজয় শোভাযাত্রা কর্মসূচি পালন করবে। বঙ্গবন্ধু পরিষদ সকালে রিপোর্টাস ইউনিটি মিলনায়নে আলোচনা সভার আয়োজন করেছে।
অপরদিকে বিজয়ের মাস উদযাপনের অংশ হিসেবে আজ ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালনের আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন কমিটি।