দিনাজপুর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় দিনাজপুরের ঐতিয্যবাহি সাংষ্কৃতিক সংগঠন নবরম্নপী বাহাদুর বাজারস্থ নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নবরম্নপীর সভাপতি মোঃ আব্দুস সামাদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকর্মী কমরেড আবুল কলাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবরম্নপীর সাধারণ সম্পাদক শাহজাহান শাহ, প্রচার সম্পাদক মোহাম্মদ নুরম্নজ্জামান, সংগীত সম্পাদক সিদ্দিক গজনবী প্রমুখ। অনুষ্ঠানে নবরম্নপীর সহ-সভাপতি বিমল কুমার দেব, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আবু তালেব মনু, অর্থ সম্পাদক ইদ্রিস আলী সরকার, দপ্তর সম্পাদক মানস কুমার ভট্ট্রাচার্য, সাহিত্য সম্পাদক এম নুরউল ইসলাম, নাট্য সম্পাদক আলতাফ আলী চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক একেএম মেহেরম্নলস্নাহ বাদল, কার্যকরী সদস্য সৈয়দ মাহবুব হোসেন, মেহেরুল ইসলাম মনিসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুল ইমাম চৌধুরী বলেন, ইতিহাসকে বিকৃত করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিস্যাৎ করা হয়েছে। রাজনীতিকে কলংখিত করা হয়েছে। তাই মুক্তযুদ্ধ ও স্বাধীনতার চেতনা ধরে রাখতে হলে সঠিক ইতিহাস জানতে হবে। শকুনের হাত থেকে জাতিকে রক্ষা করতে হবে। আলোচনা শেষে নবরুপীর শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।