দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন আগামী ১মে মহান মে দিবস পালন করবে। গতকাল শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজহারুল আজাদ জুয়েলের সভাপতিত্বে নির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মে দিবস পালনের ঐ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী ১মে সকাল ৯টায় দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্সে থেকে সাংবাদিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালি বের করা হবে। দুপুর ১২টায় প্রেসক্লাব কমপ্লেক্সে মে দিবসের উপর আলোচনা সভা করা হবে। সভায় সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি কাশি কুমার দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফুলাল, কোষাধ্যক্ষ আবুল কাশেম এবং বিভিন্ন ইউনিটের রোস্তম আলী মন্ডল, জিন্নাত হোসেন, রফিক প্লাবন ও সাহেব আলী উপস্থিত ছিলেন।