বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মহাবলিপুরে রোটারী পল্লীতে দুঃস্থ শীতার্তদের মাঝে সুইটার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি: গতকাল সোমবার রোটারী ক্লাব অব দিনাজপুর ও রোটারী ক্লাব অব শ্যামলী ঢাকা’র আয়োজনে এবং ডিজিই-ডিষ্ট্রিক- ৩২৮১ সাফিনা রহমানের সহযোগিতায় মহাবলিপুর রোটারী পল্লীতে বৃদ্ধা,  দুঃস্থ, অসহায় শীতার্তাদের মাঝে গরম সুইটার বিতরণ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে ক্লাব প্রেসিডেন্ট রনজিৎ কুমার সিংহ বলেন, রোটারী ক্লাব মানবতার কল্যাণে কাজ করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করছি। আমরা চাই আমাদের মত সমাজের অর্থশালী ব্যক্তিরা এগিয়ে আসুক। অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি রোটাঃ দিব্যেন্দু ভৌমিক কাজল, প্রেসিডেন্ট ইলেক্ট মনোয়ারুল হক মার্শাল, ঢাকার প্রতিনিধি নাজমুল হোসেন সবুজ ও আমিনুল ইসলাম এবং হাবিপ্রবি রোটারেক্ট অব দিনাজপুরের সভাপতি রোটাঃ মীর কাশিম আলী মুরাদ ও রোটা আই পিপি রম্নহুল আমিন মিঠু।