
হরিয়ানায় প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি। ১৭ হাজার ভোটে জয়ী কুলদীপ বিষ্ণৈ। ইতিমধ্যেই ৯০টি আসনের মধ্যে ৫১টিতে জিতেছে বিজেপি। জয়ী হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান।
শিবসেনার সঙ্গে ২৫ বছরের জোট ভেঙে কী মহারাষ্ট্রে ক্ষমতার রাশ নিজেদের হাতে নিতে পারবে বিজেপি? না কী এনসিপির হাত ছেড়ে মারাঠা রাজ্য দিয়েই ঘুরে দাঁড়াতে শুরু করবে কংগ্রেস? পঞ্চমুখী লড়াইয়ে কি বড়সড় ফ্যাক্টর শিবসেনা? অন্যদিকে হরিয়ানায় কি তৃতীয়বারের মতো ক্ষমতা ধরে রাখতে চলেছে ভূপিন্দর সিং হুডা সরকার? নাকি গদি আরও একবার যেতে চলেছে ওমপ্রকাশ চৌতালার দখলে? তবে দুই রাজ্যেই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি৷
মহারাষ্ট্রে বুথ ফেরত সমীক্ষা বলছে, রাজ্যে ২৮৮টি আসনের মধ্যে ১৩৩-১৪৩টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপে৷ এদিকে হরিয়ানায় লড়াই ৯০ আসনে৷ মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট পড়েছে যথাক্রমে ৬৩.১৩ ও ৭৬.৫৪ শতাংশ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মহারাষ্ট্রে বিজেপি ৫; কংগ্রেস, এনসিপি ও শিবসেনা ২টি করে আসনে জয়ী৷ অপরদিকে হরিয়াণায় বিজেপি ১০ টি আসনে ও কংগ্রেস ১টি আসনে জয়ী৷ মহারাষ্ট্রে ১১০টি আসনে ও হরিয়াণায় ৫০ টি আসনে এগিয়ে বিজেপি।
অন্যদিকে ভোট গননা যত এগিয়ে চলেছে,তার মধ্যেই ফের জোটের পথে যাওয়ার পথে ফের আগ্রহ দেখাচ্ছে বিজেপি। রবিবার বিজেপির পক্ষ থেকে জানান হয়েছে, শিব সেনা যদি বিজেপির কাছে জোটের প্রস্তাব নিয়ে আসে, তাহলে তা ভেবে দেখবে বিজেপি। প্রতিপক্ষ নয়, বন্ধু হিসেবেই শিবসেনাকে ভাবতে রাজি বিজেপি। তবে উদ্ধব ঠাকরে, যার মুখ্যমন্ত্রীত্ব বিজেপির সঙ্গে ভাঙনের মূল কারণ, তিনি এই প্রস্তাব ভালোভাবে মেনে নিতে রাজি হবেন না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেপ্টেম্বরেই ভাঙন ধরে দীর্ঘদিনের এই জোটে। এরপরই বিজেপির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন উদ্ধব। বুথ ফেরৎ সমীক্ষায় যখন বিজেপির এগিয়ে আসার সম্ভাবনা সামনে এল, তখনই ভাঙনের জন্য দুঃখপ্রকাশ করে সেনারা।