
রাণীশংকৈল (ঠাকুরগাও)প্রতিনিধি : ঠাকুরগাওয়ের স্বনামধন্য বিদ্যাপিঠ রাণীশংকৈল ডিগ্রী কলেজে হঠাৎ করে পরিদর্শন করেন সংরক্ষিত ৩০১ আসনের মহিলা এমপি সেলিনা জাহান লিটা। এ ব্যাপারে কলেজ হলরুমে শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্ত্বে সংরক্ষিত ৩০১ আসনের মহিলা এমপি সেলিনা জাহান লিটা প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সমাজ সেবামূলক কাজের যোগ্যতা অর্জনের উপর বক্তব্য দেন। অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম প্রেস ক্লাব সভাপতি ও সংস্কৃতি ব্যক্তিত্ত্ব , অধ্যাপক শাজাহান আলীসহ শিক্ষক প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। কলেজে শিক্ষার মান বৃদ্ধি পাওয়ায় জাতীয় সংসদ প্রতিনিধি সেলিনা জাহান লিটা প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকমন্ডলীর প্রশংসা করেণ ও খেলাধুলার কিছু সামগ্রী দেন।